আগেভাগেই শেষ তৃতীয় দিনের খেলা, ১১২ রানের লিড বাংলাদেশের – DesheBideshe

আগেভাগেই শেষ তৃতীয় দিনের খেলা, ১১২ রানের লিড বাংলাদেশের – DesheBideshe



আগেভাগেই শেষ তৃতীয় দিনের খেলা, ১১২ রানের লিড বাংলাদেশের – DesheBideshe

সিলেট, ২২ এপ্রিল – সিলেট টেস্টের প্রথম দিনে অল্প সময়ের জন্য বাগড়া দিয়েছিল বৃষ্টি। তবে দ্বিতীয় দিনের খেলা হয়েছে নির্বিঘ্নে। তবে তৃতীয় দিনের সকালেই আবারও হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। এবার তৃতীয় সেশনে দেখা দিয়েছে আলোক স্বল্পতা। যার কারণে বন্ধ রয়েছে খেলা।

বৃষ্টি থামায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। দুপুর ১টায় খেলা শুরু হয়। ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ৭৩ রানে ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান জয়। তার বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। ৬৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৩৮ রানে ৮৪ বলে ৪৭ রান করে আউট হন মুমিনুল। এরপর ক্রিজে এসেই সাজঘরের পথ ধরেন মুশফিক। ২০ বলে মাত্র ৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

এরপর ক্রিজে আসা জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। দেখেশুনে খেলে ৮৪ বলে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ১০৩ বলে ৬০ ও জাকের ৬০ বলে ২১ রানে অপরাজিত আছেন।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ২২ এপ্রিল ২০২৫



OR

Scroll to Top