আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫ ২০:১০

আইসিসির বর্ষসেরা হলেন বুমরাহ

২০২৪ সালটা স্বপ্নের মতো কেটেছে তার। সাদা পোশাকে বছরজুড়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটা অনুমেয়ভাবেই উঠল তার হাতেই।

লম্বা সময় পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেব বুমরাহ। ২০২৩ সালের শেষভাগে খেলায় ফিরেছিলেন। ২০২৪ সালের পুরোটা জুড়েই দলের হয়ে পেস বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বুমরাহতে ভর করেই বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে দল। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে না পারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন বুমরাহ।

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বুমরাহর নেতৃত্বে জয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত, ছিটকে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও। অজিদের বিপক্ষে সিরিজে ৫ টেস্টে ৩২ উইকেট তুলে নিয়ে সেরা বোলার বুমরাহই।

২০২৪ সালে ১৪.৯২ গড়ে মোট ৭১ উইকেট শিকার করেছেন বুমরাহ। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের অ্যাটকিনসন পেয়েছে ৫২ উইকেট। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এক বছরে ৭০ এর বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। সবচেয়ে কম গড়ে টেস্টে ২০০ উইকেট নেওয়ার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

সবকিছু মিলিয়ে ২০২৪ সালে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব উঠেছে বুমরাহর হাতে।

সারাবাংলা/এফএম

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
জাসপ্রীত বুমরাহ
ভারত

OR

Scroll to Top