আইসিইউতে ভর্তি অভিনেতা মুশফিক ফারহান

আইসিইউতে ভর্তি অভিনেতা মুশফিক ফারহান

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৮

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, বেশ কিছু শারীরিক অসুবিধার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তার অবস্থা একটু ভালো আছে।

শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।

জানা গেছে, ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

আজ এই অভিনেতার নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস/এএসজি

অভিনেতা মুশফিক ফারহান

OR

Scroll to Top